
ম্যাচের শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠে বসুন্ধরা কিংসের খেলোয়াড়, কোচিং স্টাফরা। প্রিমিয়ার লিগে আসার পর টানা তিন শিরোপা জয়ের পর এমন উদযাপনে সামিল হতে গ্যালারি ছেড়ে কিংস সমর্থকেরা ঢুকে পড়েন মাঠে।
জিকো-রোবিনহোদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তারা। কিংসের ডাগ-আউটে গোলকিপার আনিসুর রহমান জিকোর সঙ্গে ছবি তুলতে তাকে ঘিরে রাখেন সমর্থকেরা।
বসুন্ধরা কিংসের হ্যাটট্রিক লিগ শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। গোলপোস্টের নিচে ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি। বসুন্ধরা কিংসের সব সাফল্যেই জিকোর নাম জড়িয়ে আছে ওতোপ্রোতোভাবে।
দেশের ঘরোয়া ফুটবলে সব শিরোপা ধরা দিলেও আন্তর্জাতিক পর্যায়ে কোনো সফলতা পায়নি কিংস। তাই এখন আন্তর্জাতিক পর্যায়ে কিংসকে সফলতা এনে দিতে চান আনিসুর রহমান জিকো। দুই ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিতের পর জিকোর লক্ষ্য এখন দূরদৃষ্টিতে।
বসুন্ধরা কিংসের জার্সিতে তিনটি লিগ শিরোপা, দুটি ফেডারেশন কাপ ও একটি স্বাধীনতা কাপ জিতেছেন আনিসুর রহমান জিকো। আজ ম্যাচ শেষে জাতীয় দলের এই গোলকিপার বলেছেন, ‘২০১৮ সালে বসুন্ধরার সাথে আমার শুরু।
বসুন্ধরার সাথে আমার এই জার্নিটা চ্যালেঞ্জিং ছিল, কিংসের একজন সদস্য হিসাবে গর্ববোধ করছি। দেশের মাঠে আমরা সাফল্য পেয়েছি, এখন দেশের বাইরে যে টুর্নামেন্টগুলো হয়, সেখানে আমাদের সাফল্য পেতে হবে। ‘
Leave a Reply