Breaking News

কা’শ্মীর সী’মান্তে ৫০০০ সেনা মোতায়েন করেছে চীন: ভারতের সাথে উ’ত্তেজনা চরমে

কা’শ্মীরের লাদাখ সে’ক্টরের সীমা’ন্তের কাছে প্রায় ৫০০০ সেনা মোতায়েন (মার্শাল) করেছে চীন।

এদিকে, ভারত তার প্রতিরক্ষা জোরদার করতে সেখানে সামরিক শ’ক্তি বৃ’দ্ধি করেছে।

প্রকৃত নি’য়’ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর চীনের এ সেনা মোতায়েনে দ্বিপাক্ষিক সম্পর্ককে

 

হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করছে ভারত। প্রতি’রক্ষা জোরদার করতে সামরিক

শ’ক্তিবৃ’দ্ধি করেছে ভারত। এ প্রেক্ষিতে লাদাখ সী’মান্তে এখন চ’র’ম উ’ত্তেজনা চলছে।

ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত-চীন সীমান্ত। দুই দেশের রাজনৈতিক ও সামরিক নেতারা

 

প্রকাশ্যে কোনও বক্তব্য না দিলেও সী’মান্তে বৃ’দ্ধি পাচ্ছে প্রস্তুতি। লাদাখ সীমান্তে ৫০০০ সৈন্য

পাঠিয়েছে চীন। প্রত্যুত্তরে সেনার সংখ্যা বাড়াচ্ছে ভারতও। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’

(এলএসি) এর চার জায়গায় একেবারে সামনা সামনি অবস্থান করছে ভারত এবং চীনের সেনাবাহিনী।

 

বারবার বৈঠক করেও সমাধান মেলেনি। প্যাঙ্গোঙ্গ লেকের কাছে প্যাট্রল বাহিনীর সং’ঘ’র্ষের

মধ্যে দিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তা এখন কয়েকগুণ বেড়ে গিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন,

 

ওই অঞ্চলে ৫০০০ সেনা নিয়ে এসেছে চীন। তবে ফ্ল্যাস পয়েন্টগুলিতে নয়, বিভিন্নস্থানে

ছড়িয়ে ছিটিয়ে আছে এই সেনা সমাবেশ। ভারতীয় সেনা কর্মকর্তা জানান, চীনকে বেশি

পরিশ্রম করতে হয়নি। কাছেই একটা জায়গায় সামরিক ট্রেনিং চলছিল। সেখান থেকেই

 

সেনাবাহিনীকে ওখানে পাঠিয়ে দিয়েছে চীন। আরেকজন সেনা কর্মকর্তা জানান,

চীনের রণনীতির ওপর নজর রেখেছে ভারত। সেনা সদস্যের সংখ্যায় যাতে সামঞ্জস্য থাকে,

সেটি নিশ্চিত করা হচ্ছে। সেখান থেকেই সেনাবাহিনীকে ওখানে পাঠিয়ে দিয়েছে চীন।

Check Also

মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায়

বঙ্গব’ন্ধু শেখ মুজিবুর রহমানের জ’ন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *