1. tahsanrakibkhan2@gmail.com : admin :
  2. dailymoon24@gmail.com : Fazlay Rabby : Fazlay Rabby
জেনে নিন…কোরবানির ঈদে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে কি না? - Dailymoon24
সোমবার, ১৪ জুন ২০২১, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাটির নিচে সন্ধান মিললো আরেক পৃথিবীর, যার মধ্যে রয়েছে আকাশ, খাল, বিল, পাহাড় ও ভিন্ন আবহাওয়া…! পরীমনির সাড়ে ৩ কোটি, অপুর ৪৬ লাখ! ব’য়সে ছোট শিপনের স’ঙ্গে নায়িকা পপির ‘অ’সম প্রেম’ যার কথা ভেবে জিবনে দ্বিতীয় বিয়ে করেননি ববিতা হিজড়ার স’ঙ্গে বি’য়ে হওয়া এই নারীর বাস্তব জীবনের অভিজ্ঞতা এক বছর পরীক্ষা না দিলে বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে না: শিক্ষামন্ত্রী সন্ধান মিলল পৃথিবীর সবচেয়ে বড় ২০ টন সোনার খনির সন্ধান সন্ধান মিলল ৯৮ ফুট চওড়া ডাইনোসরদের নতুন এক প্রজাতির! বিস্মিত বিজ্ঞানীরা ‘নয়া দামান’ গান গাইলেন হিরো আলম, বরও সাজলেন নিজেই (ভিডিও সহ) দেশে হঠাৎ বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু

জেনে নিন…কোরবানির ঈদে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে কি না?

ফজলে রাব্বি
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩১০ View

ঈদের সময় রাজধানীসহ বিভিন্ন শহরবাসী মানুষের গ্রামে ফেরা আমাদের ঐতিহ্যে রূপ নিলেও

তাতে বাধ সেধেছে করো’না মহামা’রি। ঈদুল ফিতরের সময় বন্ধ ছিল গণপরিবহন, চলাচলেও

ছিল নিষে’ধা’জ্ঞা। স্বাভাবিকভাবে বাড়ি ফেরার সুযোগ ছিল না কারো। যদিও গত ঈদে ব্যক্তিগত

গাড়িতে বাড়ি ফেরার সুযোগ দিয়েছিল সরকার।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে মু’সলমানদের দ্বিতীয় বড় ধ’র্মীয় উৎসব

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। করো’না পরিস্থিতির উন্নতি না হলেও গত

কয়েক মাসের কড়াকড়ি অবস্থা থেকে বেরিয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে জীবনযাত্রা। তাই নগরে

 

থাকা মানুষের জানতে চাওয়া-তবে কি আগামী ঈদে বাড়ি ফেরা যাবে? মা’র্চ মাসের শুরুতে দেশে

করো’নাভাই’রাসে আ’ক্রান্ত রোগী প্রথম ধ’রা পড়ে। পরিস্থিতি ক্রমাবনতির দিকে যেতে থাকলে ২৬

মা’র্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে।

 

সর্বশেষ ঘোষণা অনুযায়ী গত ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল।

পরে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেয়া হয়,

চালু করা হয় গণপরিবহন। পরে এই ব্যবস্থা ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়। এখন তা বহাল থাকবে

 

১ জুলাই থেকে আগামী ৩ আগস্ট পর্যন্ত। ঈদের সময় বাড়ি ফেরা যাবে কি-না, সে বিষয়টি এখনো

স্পষ্ট নয়। তবে এখন পর্যন্ত সরকারের অবস্থান এমনই যে, স্বাস্থ্যবিধি মেনে মানুষ যেকোনো স্থানে চলাচল

করতে পারবে। তবে ঈদের সময় বাড়ি যেতে কোনো বিধি-নিষেধ থাকবে কি-না তা ঈদের আগেই

 

সরকার জানিয়ে দেবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতনরা। তবে কেউ কেউ বলছেন, স্বাস্থ্যবিধি মেনে এখন

গণপরিবহন চলাচল করলেও ঈদের সময় তা অব্যাহত থাকলে করো’না সংক্রমণের ক্ষেত্রে বড় ধরনের

ঝুঁ’কি তৈরি হতে পারে। ঈদের সময় চলাচলের সুযোগ করে দিলে একসঙ্গে অনেক মানুষ হওয়ার কারণে

স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে না। সরকারও এত মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে না।

 

ঈদে বাড়ি ফেরা যাবে কি-না, জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আপাতত

আম’রা বলছি, বর্তমানে অফিস ও অর্থনৈতিক কর্মকা’ণ্ড যেভাবে চলছে সেভাবেই আগামী ৩ আগস্ট পর্যন্ত চলবে।

কোরবানির সময় লোকজনের বাড়ি ফেরার বিষয়টি আপাতত প্রজ্ঞাপনে নেই। কোরবানির সময় লোকজন বাড়ি

 

ফিরতে পারবে কি-না, পারলেও কোন প্রক্রিয়ায় পারবে সেই বিষয়ে ঈদের আগে জানানো হবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, ‘মানুষ নিজেরা যদি সচেতন

থাকে তবে ঝুঁ’কিটা কম। মানুষকে তো আ’ট’কানো যায় না, পৃথিবীর কোনে দেশই তা পারেনি। তবে

 

 

প্রত্যেকে সচেতন থাকলে নিরাপদ থাকা যাবে।’ তিনি বলেন, ‘প্রত্যেকে যদি সচেতন থাকে তবে মুভ

করলেও খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। ঈদে বাড়ি ফেরার বিষয়ে হয়তো কিছু নির্দেশনা থাকবে,

সেটা ঈদের আগে জানিয়ে দেয়া হবে।’ সচিব আরও বলেন, ‘আম’রা প্রত্যেককে স্বাস্থ্যবিধি মানার জন্য বলছি।

মানুষ নিজেকে বাঁ’চানোর জন্য যদি সচেতন না হয় তবে আর কবে সচেতন হবে? সচেতনতাই এখন আমাদের

একমাত্র বাঁ’চার উপায়।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021  dailymoon24.com
Theme Customized BY IT Rony