Breaking News

মাহমুদুর রহমান মান্না করোনায় আ’ক্রা’ন্ত

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না করোনা’ভাই’রাসে আ’ক্রা’ন্ত হয়েছেন। বৃহস্পতিবার (১

এপ্রিল) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। মান্না নিজেই এই তথ্য গণমাধ্যমকে

 

জানিয়েছেন। তিনি বলেন, গতকাল (বুধবার) করোনা টেস্ট করিয়েছি। আজ সকালে রেজাল্ট

পজিটিভ আসে। শরীর ভালো আছে, বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। দেশবাসীর কাছে দোয়া চাই।

 

 

টিকা নিয়েও করোনা আ’ক্রা’ন্ত হলেন পাবনার এমপি ফিরোজ

ভ্যাকসিন নিয়েও করোনা আ’ক্রা’ন্ত হয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ কবির ফিরোজ।

গত বুধবার (৩১ মার্চ) রাতে তিনি নিজেই তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি গত ৭ ফেব্রয়ারি করোনা টিকা নিয়েছিলেন। এমপি ফিরোজ আহমেদ অর্থ এবং ডাক,

টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পদে রয়েছেন।

 

আহমেদ ফিরোজ কবির বুধবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রিয় পাবনা ২- সুজানগর-

বেড়াবাসী, করোনাকালীন এই সময়ে আপনাদের মাঝে সাধ্যমতো ছিলাম এবং জননেত্রী শেখ হাসিনার

 

নির্দেশনা অনুযায়ী সকল ত্রাণ ও সাহায্যসামগ্রী আপনাদের নিকট নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছি। এতে

নিজের স্বাস্থ্যের দিকে তেমন দৃষ্টি দিতে পারিনি। যার ফলে আজ রিপোর্টে এলো আমি করোনা পজিটিভ।

 

সবাই আমার জন্য দোয়া করবেন এবং নিজেরা সুরক্ষিত থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয়

বঙ্গবন্ধু।’ এ বিষয়ে বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে আহমেদ ফিরোজ কবীরের ব্যক্তিগত সহকারী কবীর

 

তাজুল ইসলাম জানান, গেল ২৯ মার্চ জাতীয় সংসদ ভবনে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন

ফিরোজ কবির। পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন ফিরোজ কবির। বুধবার জাতীয় সংসদ ভবনের নমুনা

বুথ থেকে তার করোনা পজিটিভ বলে জানানো হয়। তিনি এখন নিজ গ্রামের বাড়ি সুজানগরের

 

সাতবাড়িয়ায় হোম কোয়ারেন্টাইনে আছেন। এদিকে, গত ৭ ফেব্রুয়ারি আহমেদ ফিরোজ কবির টিকা

নিয়ে পাবনার সুজানগরে করোনা ভাই’রা’সের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছিলেন। তার করোনা

টিকা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর

রহমান।

 

 

Check Also

গোটা ভারত,জুড়ে ইঞ্জিনি,য়ারিং ভ,র্তি পরীক্ষায় মেধা তালিকার শী,র্ষে মুসলিম কিশোরী !

সারা ভারতে একযো,গে অ,নুষ্ঠিত ইঞ্জিনি,য়ারিং ভ,র্তি পরী,ক্ষা জ,য়েন্ট এন,ট্রেন্স এক্সামি,নেশন মেইন (জেইই- মেইন) পরী,ক্ষার ফলাফলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *