1. tahsanrakibkhan2@gmail.com : admin :
  2. dailymoon24@gmail.com : Fazlay Rabby : Fazlay Rabby
সেই রাতে আমি জীবনের মূল্যবান সম্পদ হারিয়েছি: শবনম পারভীন - Daily Moon
রবিবার, ২৫ জুলাই ২০২১, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কী ভাবে চিনবেন তাজা মাছ ? বাজারে গিয়ে মিলিয়ে নিন এই ব্যাপারগুলো ! ভেলায় ভাসিয়ে স্ত্রীর লাশ কবরস্থানে নিলেন বৃদ্ধ স্বামী বগলে দুর্গন্ধ এবং এর পিছনের কারণ খুঁজে বের করলেন বিজ্ঞানীরা কোরবানির মাংস কাটতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আহত অর্ধশতাধিক এবার ব্রাক্ষণবাড়িয়া নয়, ঈদের দিনে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক বয়ফ্রেন্ডকে R15 বাইকের পিছনে বসিয়ে নিজেই ঘোরাচ্ছে, ভিডিও ভাইরাল মাংস ফ্রিজে সংরক্ষণ না করে গরিবদের বিতরণ করুন: শাকিব খান এফডিসিতে পরীমনির কোরবানি নিষিদ্ধ, যা বললেন জায়েদ খান ১৯ দিনের টানা ছুটিতে বাংলাদেশ! নাপিতের ছে’লের সাথেও ছিল গভীর প্রে’মে নায়িকা পরীমনির

সেই রাতে আমি জীবনের মূল্যবান সম্পদ হারিয়েছি: শবনম পারভীন

ফজলে রাব্বি
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৮ View

কৌতুক অভিনেত্রী হিসেবে বেশ পরিচিত শবনম পারভীন। এছাড়াও তিনি একজন পরিচালক এবং প্রযোজক। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তিনি নাতির বিপরীতে নানি চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পান।

একবার শুটিং এর ফাঁকে নৃত্য পরিচালক মাসুম বাবুল, আলেক জান্ডার বো, জায়েদ খান, জয় চৌধুরীসহ অনেকের সঙ্গেই চায়ের আড্ডা মেতেছিলেন তিনি।

সেই আড্ডা জমে উঠতে বেশি সময় লাগলো না। সেখানেই শবনম পারভীন তার জীবনের ভয়ংকর এক রাতের রোমহর্ষক বর্ণনা দিলেন।শবনম পারভীন বলতে শুরু করলেন এভাবে,

এটি ছিলো আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা। বাবার শরীরিক কিছু সমস্যা আছে। পরদিন সকালে চেকআপ করাতে হবে।

বাবা ৯টার মধ্যেই ঘুমিয়ে পড়েন। সেদিনও ঘুমিয়েছেন। কিন্তু আমার ঘুম আসছিলো না। হঠাৎ একটা শব্দ কানে এলো। গুরুত্ব দিলাম না। চোখ প্রায় লেগে এসেছে। কিছুক্ষণ পর আবার শব্দ হলো। চোখ মেলে দেখি আমার সামনে কয়েকজন দা নিয়ে দাঁড়িয়ে আছে।

আমার স্বামীকে ততক্ষণে বেঁধে ফেলেছে। পাশের রুমে আমার মেয়েদেরও হাত-মুখ বেঁধে রেখেছে। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম! এদিকে বাবার রুম থেকে গোঙানির শব্দ পাচ্ছি। বুঝলাম বাবাকেও বেঁধে ফেলেছে।

আমি ডাকাতদের সঙ্গে ঘুরছি আর বলছি- তোমরা সব নিয়ে তাড়াতাড়ি আমাদের ছেড়ে দাও। কিন্তু ওরা আমার কথা পাত্তা দিচ্ছিল না। উল্টো ফ্রিজ থেকে দধি বের করে আয়েশ করে খাচ্ছিল।

উপস্থিত সবাই এ কথায় হেসে উঠলাম। শবনম পারভীনের প্রতিক্রিয়া ঠিক উল্টো। কণ্ঠ ধরে আসছে। নিজেকে সামলে নিয়ে বললেন, ‘আজ বিষয়টি হাসির মনে হলেও সেদিন আমি জীবনের মূল্যবান সম্পদ হারিয়েছি। ডাকাতরা চলে যাওয়ার পর লক্ষ্য করলাম বাবা আর বেঁচে নেই। শ্বাস আটকে বাবার মৃত্যু হয়।

মৃত্যুর আগে বাবা খুব ছটফট করেছিল। ডাকাতের দল ভেবেছিল বাবা হয়তো চিৎকার করবে। তাই ওরা বাবার মুখ শক্ত করে বেঁধেছিল। অথচ বাবা শ্বাস নিতে পারছিলেন না বলেই ছটফট করছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021  dailymoon24.com
Theme Customized BY IT Rony