1. tahsanrakibkhan2@gmail.com : admin :
  2. dailymoon24@gmail.com : Fazlay Rabby : Fazlay Rabby
স্মৃতিশক্তি হা’রিয়ে ভুলে গেলেন স্ত্রীকে, ফের পড়লেন তারই প্রেমে - Daily Moon
বৃহস্পতিবার, ০৫ অগাস্ট ২০২১, ১০:৩২ পূর্বাহ্ন

স্মৃতিশক্তি হা’রিয়ে ভুলে গেলেন স্ত্রীকে, ফের পড়লেন তারই প্রেমে

ফজলে রাব্বি
  • Update Time : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১২ View

 

 

ভালোবেসে বিয়ে করেছিলেন এক দম্পতি। দীর্ঘ এক যুগের সংসারে সবকিছু সুন্দরভাবেই চলছিল। কিন্তু হঠাৎ করেই দেখা দেয় বিপত্তি। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যেতে শুরু করেন স্বামী। একপর্যায়ে ভুলে যান নিজের প্রিয়তমা স্ত্রীকেও।

 

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই স্ত্রীর প্রেমেই আবার নতুন করে পড়েন তিনি। বিয়ের প্রস্তাবও দেন। সেখান থেকে শুরু হয় তাদের নতুন জীবন।মার্কিন নাগরিক পিটার মার্শাল ও লিসা মার্শালের জীবনে ঘটেছে প্রেমের এই বিচিত্র অম্লমধুর ঘটনা।

 

সংবাদমাধ্যম সিএনএন জানায়, ৫৬ বছর বয়সী পিটার মার্শাল আলঝেইমারে আক্রান্ত। মস্তিষ্কের এই রোগে রোগীর স্মৃতি ধীরে ধীরে লোপ পেতে থাকে। একপর্যায়ে রোগীর দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়।

 

পিটার ও লিসার প্রথম দেখা হয় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের হারিসবার্গে। ভালোবাসা বিয়েতে গড়ায় ২০০৯ সালে। কিন্তু কয়েক বছর না যেতেই পিটারের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে।

 

লিসা জানান, প্রথম দিকে দেখা যেত, পিটার গাড়ির চাবি, অফিস-ঘরের চাবি নেয়ার কথা ভুলে যাচ্ছেন। এর কিছুদিন পর দেখা গেল, পিটার মানিব্যাগ নিতেও ভুলে যাচ্ছেন। মূল সমস্যা শুরু হলো যখন পিটার শব্দ ও তার অর্থ ভুলে যেতে শুরু করেন। তিনি বাক্য বলাও যেন ভুলে গেলেন।

 

লিসা বলেন, একদিন তারা রোড আইল্যান্ডে গেলেন তাদের ভাড়া বাড়িতে অবসর সময় কাটাতে। গাড়ি চালাচ্ছিলেন লিসাই। তখনই পিটারের আচরণে ভড়কে গেলেন লিসা। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন পিটারের পাশে লিসা নন, অপরিচিত কোনো চালক বসে রয়েছেন।

 

পথ দেখিয়ে বাড়ি নিয়ে যান পিটার। তখনই বুঝে যান লিসা, পিটার তাকে, প্রেমের সুন্দর স্মৃতিগুলো, বিয়ে, সংসার—সবই ভুলে গেছেন।চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার পর ২০১৮ সালের ৩০ এপ্রিল জানা যায়, পিটার আলঝেইমারে আক্রান্ত।

 

এরপর যেন শুরু হয় অন্য রকম যুদ্ধ। এই যুদ্ধে পিটারের একমাত্র সঙ্গী লিসা। ২০২০ সালের ১২ ডিসেম্বর পিটার ও লিসা একসঙ্গে বসে একটি টেলিভিশন সিরিজ দেখছিলেন। সেখানে বিয়ের দৃশ্য আসতেই পিটার বলে বসলেন, ‘চলো বিয়ে করি।’

 

তার চোখে-মুখে-হাসিতে তখন যেন ভালোবাসা ঠিকরে বের হচ্ছিল। প্রথম দিকে লিসা কিছুটা সংকোচে থাকলেও সন্তানদের আগ্রহে গত ২৬ এপ্রিল তারা আবারও বিয়ের পিঁড়িতে বসেন। তবে পিটার আজও মনে করতে পারেননি, তিনি আবারও তার স্ত্রীর প্রেমেই পড়েছেন, স্ত্রীকেই বিয়ে করেছেন।সূত্র: সিএনএন

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021  dailymoon24.com
Theme Customized BY IT Rony