করোনা ভাইরাসের কারণে কিং জং উন লুকিয়ে ছিলেন বলে জানা যায়।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেঁ’চে আছেন কি না, তা নিয়ে নানা সং’শয়
তৈরি হলেও তা বারবারই উ’ড়িয়ে দিচ্ছে উত্তর কোরিয়া।
তাঁরা বলছে, কিম জং উন জী’বিত আছেন, ভা’লো আছেন। এবার প্র’তিদ্বন্দ্বী
দক্ষিণ কোরিয়াও বলছে, উ’ত্তর কোরিয়ার নেতা কিম জং উন সুস্থ আছেন।
দক্ষিণ কো’রিয়ার সংবাদমাধ্যমে প্র’কাশিত সংবাদ থেকে জানা যায়, করোনাভাইরাসের
ভ’য়েই লুকিয়ে রয়েছেন কিম জং উন।
জংআং ডেইলির রি’পোর্ট অনুযায়ী, করোনা আ’ক্রান্ত উত্তর কোরিয়ার শা’সকের
স’র্বক্ষণের এক নি’রাপত্তারক্ষী।আর এ জন্যই আইসোলেশনে যেতে বাধ্য হয়েছেন কিম জং উন।
উত্তর কো’রিয়ার শীর্ষ নেতার নিরাপত্তার দায়িত্বে থা’কা সু’প্রিম গার্ড ক’মান্ডে কোনও সমস্যা দেখা দিয়েছে।
ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, কিমের ‘বডিগার্ড’দের মধ্যে একজন ‘
করোনা-পজিটিভ’ আ’ক্রান্ত হওয়াতেই যত সমস্যা দেখা দিয়েছে।
‘আ’ইসোলেশনে’ পাঠাতে হয়েছে অন্য নি’রাপত্তারক্ষীদেরও।
যার জেরে উত্তর কোরিয়ার শা’সকের নি’রাপত্তা নিয়েও ‘আশঙ্কা’ দেখা দিয়েছে।
কিম নিজে ‘হোম কোয়ারানটিনে’ যেতে বাধ্য হয়েছেন।
এর যুক্তি হিসেবে ওই সংবাদমাধ্যম জানিয়েছে,শুরু থেকেই দেশ
‘করোনা-মুক্ত’ বলে দা’বি করে এসেছে উত্তর কো’রিয়ার ক’র্তারা।
এরমধ্যেই করোনাভাইরাসের তথ্য প্রকাশ্যে আনতে অ’নিচ্ছুক পিয়ংইয়ং।