লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন,
ই’হুদিবাদী ই’সরায়েল তার প্রতিষ্ঠার পরে মোট ৮০ বছর টিকবে কিনা এখন সেই চিন্তায় পড়েছে।
ই’সরায়েলের নেতারা এখন তাদের রা’জনৈতিক অস্তিত্বের সংকটে রয়েছেন।




গতকাল (মঙ্গলবার) টেলিভিশনের মাধ্যমে দেয়া বক্তৃতায় সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
এসব কথা বলেন। তিনি বলেন, অধিকৃত ভূখণ্ডে গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই
গণজাগরণের মুখে ই’সরায়েলের অস্তিত্ব থাকবে কিনা সেই প্রশ্ন নিয়ে




শঙ্কিত ই’সরায়েল সরকার। ই’সরায়েলি নেতারা আ’শঙ্কা করছেন যে, ই’হুদি’বাদী রাষ্ট্র হয়তো
৮০ বছরের বেশি টিকবে না। ব্রিটেন এবং আমেরিকাসহ পশ্চিমা কয়েকটি দেশের ষ’ড়য’ন্ত্রে
১৯৪৮ সালে ই’হু’দি’বাদী ই’স’রায়েল প্রতিষ্ঠার পর থেকে বিপুল পরিমাণে আরব ভূ’খণ্ড দখল করে।




পাশাপাশি ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ই’সরা’য়েল যু’দ্ধে পশ্চিম তীরসহ অনেক গুরুত্বপূর্ণ
এলাকা দখলে নেয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে জড়ো করা লোকজনের জন্য ইহুদিবাদী
সরকার ফিলিস্তিনি ভূখণ্ডে অ’বৈধ ই’হুদি বসতি গড়ে তোলে।
এ কাজে মার্কিন ও পশ্চিমা মিত্ররা ই’স’রায়েলকে অব্যাহত সমর্থন দিয়ে আসছে। তবে এত
কিছুর পরেও ফি’লি’স্তিনে গণজাগরণ ঠেকাতে পারে নি ই’স’রায়েল। দিন দিন ই’হু’দিবাদী
সরকারের বি’রু’দ্ধে ফি’লিস্তিনের গাজা ও পশ্চিম তীরে গণজাগরণ শ’ক্তি’শালী হচ্ছে।




গতকালের ভাষণে হাসান নাসরুল্লাহ করোনাভাইরাসের মহামারী ইস্যুতেও কথা বলেছেন।
লেবাননে স্বাস্থ্যকর্মীরা ক’রোনাভা’ইরাস মোকাবেলায় জনগণকে যে আন্তরিক সেবা
দিয়ে চলেছেন তাতে তিনি সবাইকে ধন্যবাদ জানান।
সূত্র : পার্সটুডে।