গেল ১৭ মে ৯ বছরের সংসারের ইতি টানেন ছোট পর্দার জনপ্রিয় অ’ভিনেতা জিয়াউল হক অ’পূর্ব
এবং নাজিয়া হাসান অদিতি। তাদের বিচ্ছদের খবরের পরেই নতুন করে সামনে এলো বিয়ের খবর।
আর এবার তার পাত্রী মেহ’জাবিন! পাঠক একটু অ’বাক হলেন তো শুনে? তাহলে ব্যাপারটা
একটু খুলে বলা যাক। অ’পূর্ব এবং মেহ’জাবিনের বিয়ে কী’ আদৌ হবে নাকি রয়েছে সংশয়!
কেননা তাদের বিয়ে বাস্তবে নয় বরং ক্যামা’রের সামনে।
‘বিয়ে’ শিরোনামের একটি নাট’কে অ’ভিনয় করেছেন ছোটপর্দা জনপ্রিয় এ জুটি।
একটি বিয়ে গল্পকে ঘিরে তৈরি হয়েছে নাট’কটি। সেই গল্পে কি সত্যিই বিয়ে হয় অ’পূর্ব ও
মেহ’জাবিনের! নাকি ভালোবাসার শেষ পরিণতি হয় ক’ষ্ট পাওয়া! জানা যাবে নাট’কটি দেখলেই।
নাট’কটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। আগামীকাল (২৯ মে) বাংলাভিশনে
সন্ধ্যা ৬টা ৩৫মিনিটে স্বল্প বিরতির নাট’ক হিসেবে প্রচার হবে এটি। ২০১৭ সালে
‘বড় ছে’লে’ নাট’কে অ’ভিনয় করে সাড়া ফেলেন অ’পূর্ব-মেহেজাবিন। এরপর তাদের
অ’ভিনীত বেশ কয়েকটি নাট’ক প্রশংসিত হয়েছে। আবার ঈদের নাট’কে দর্শক পাচ্ছেন তাদের।




অল্প দিনেই কিভাবে গর্ভবতী হলেন মিথিলা?
টিভি নাটকের আলোচিত অভিনেত্রী মিথিলা। সম্প্রতি তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায়
তুমুল ভাইরাল হয়েছে। ছবিটি প্রকাশ্যে আসার পর অনেকেই অবাক হয়েছেন। এতে দেখা গেছে,
গর্ভবতী মিথিলাকে। আর সেই ছবিতে বেবি বাম্পের দিকে নিজেই আঙুল দিয়ে দেখালেন মিথিলা।
এদিকে ছবিটি ফেসবুকে আসার পর অনেকে প্রশ্ন তুলেছেন, অল্প দিনেই কিভাবে গর্ভবতী হলেন মিথিলা?
আবার অনেকেই আরো বাজে মন্তব্য ছবিটি দেখে করছেন। তবে কি সত্যি মা হচ্ছেন মিথিলা?
হুম মিথিলা সত্যিই মা হচ্ছেন। তবে সেটা বাস্তবে নয় নাটকে।




আসন্ন ঈদের একটি নাটকে এমন একটি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। নাটকটির নাম
‘দুষ্টু ছেলের দল’। আদনান আল রাজীব ও রেদওয়ান রনি’র যৌথ রচনায় নাটকটি ঈদ উপলক্ষে
পরিচালনা করেছেন রেদওয়ান রনি। মিথিলা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন




মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, ইশতিয়াক আহমেদ রুমেল,শাহতাজ, আজমেরী আশা,
তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ। এদিকে নির্মাতা জানিয়েছে,
এনটিভিতে ঈদের ৭দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক
‘দুষ্টু ছেলের দল’।