মাস্ক না পড়াকে কেন্দ্র এক ব্যক্তির গলা হাঁটু দিয়ে চেপে ধরেছে ভারতীয় পুলিশ। তবে মৃ’ত্যু’র ঘটনা ঘটেনি।
পরে ওই ব্যক্তিকেই পুলিশ গ্রে’প্তা’র করেছে। পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
৩০ সেকেন্ডের ওই ভিডিওতে কিছু সময়ের জন্য এক ব্যক্তিকে হাঁটু দিয়ে রাস্তার সঙ্গে গলা চেপে
ধরে রাখতে দেখা গেছে এক পুলিশ সদস্যকে।




ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, পুলিশ দাবি করেছে, বৃহস্পতিবার মাস্ক না পরে বাইরে
ঘোরাফেরা করায় বাধা দিলে পুলিশের ওপর হাম’লা করে বসেন মুকেশ কুমার প্রজাপতি। তাকে
নিয়ন্ত্রণ করতেই পরে ওই পুলিশ সদস্যরা অ্যাকশনে যান।




জোধপুর পুলিশের ডিসিপি (ওয়েস্ট) প্রিতি চন্দ্র বলেছেন, পুলিশ আত্মরক্ষার জন্যই এটা করেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মুকেশ কুমার মাস্ক না পরেই বাইরে ঘোরাফেরা করছিল।
ওই সময় এক পুলিশ কনস্টেবল তার ছবি তোলেন। পরে তার কাছে গিয়ে মাস্ক না পরার কারণ জানতে




চান ওই দুই পুলিশ সদস্য। ওই সময় মুকেশ তাদের চোখে থুতু দেয়ার হুম’কি দেন। এ সময় তারা নিকটে
থাকা পুলিশ জিপ ডাকলে মুকেশ তাদের চ’ড়-থাপ্প’ড় এবং কি’ল ঘু’ষি মা’রতে শুরু করেন।
পুলিশের দাবি, মুকেশের হাম’লার ভিডিও তাদের কাছে আছে। এরপরই তারা মুকেশকে নিয়ন্ত্রনের
চেষ্টা করেন। এ ঘটনায় মুকেশকে গ্রেফ’তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে এফআইআর দায়ের
করা হয়েছে বলে জানান ডিসিপি প্রিতি চন্দ্র। করোনা ভাই’রাসের ব্যাপক প্রাদুর্ভাবের মধ্যে থাকা
ভারত সম্প্রতি দেশের লকডাউন শিথিল করেছে। তবে মাস্ক ছাড়া জনগণের বাইরে বের হওয়া নিষিদ্ধ করেছে।




উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড নামে এক কৃ’ষ্ণা’ঙ্গ সম্প্রতি পুলিশের হাতে খু’ন হওয়া নিয়ে দেশটিতে
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড নামে এক কৃ’ষ্ণা’ঙ্গ সম্প্রতি পুলিশের হাতে খু’ন হওয়া নিয়ে দেশটিতে
ব্যাপক বি’ক্ষো’ভ চলছে। এরিমধ্যে ওই পুলিশ সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।
দূষিত বাতাসের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা
গত কয়েক দিন ধরে ধারাবাহিক উন্নতির পর শুক্রবার সকালে দূষিত বাতাসের শহরের তালিকায়
দ্বিতীয় খারাপ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সকাল
৮টা ৪৫ মিনিটে জনবহুল এ শহরের স্কোর ছিল ১৬০, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।




একিউআই মান ১৫০ থেকে ২০০ এর মধ্যে থাকা মানে প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে।
আর গুরুতর অসুস্থ বা বয়স্কদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে মা’রাত্মক। সংযুক্ত আরব আমিরাতের
দুবাই ও ইন্দোনেশিয়ার জাকার্তা ১৭২ ও ১৬০ স্কোর নিয়ে যথাক্রমে তালিকায় প্রথম ও তৃতীয় স্থান দখল করেছে।




জনবহুল ঢাকা দীর্ঘ দিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। মূলত নির্মাণকাজের নিয়ন্ত্রণহীন ধুলা,
যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে বর্ষা
মৌসুমে দূষণ কিছুটা কমে। বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদফতরের এক প্রতিবেদনে ঢাকার বায়ু দূষণের
প্রধান কারণ হিসেবে এ শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা হয়েছে।



