বলিউড অভিনেতা সু’শান্তের মৃ’ত্যুর পরও থেমে নেই শোবিজ পাড়ায় একের পর এক
তারকার মৃ’ত্যু। এবার আ’ত্মহ’ত্যা করলেন মা’রা’ঠি অভিনেতা আশুতোষ ভাকরে।
মহারাষ্ট্রের নানদেদ শহরে নিজের বাড়িতেই গলায় ফাঁ’স লাগিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন




এই অভিনেতা। মাত্র ৩২ বছর বয়সেই নিজেকে শেষ করলেন অভিনেতা। তবে তার
আ’ত্মহ’ত্যা’র কারণ জানা যায়নি এখনও। নানদেদের গণেশ নগর এলাকায় আ’শুতোষের ফ্ল্যাট ৷
সেখানেই তার ঝু’ল’ন্ত অবস্থায় পাওয়া গিয়েছে অভিনেতার মৃ’তদে’হ ৷




ক’রো’নার জেরে দেশজুড়ে লকডাউন ৷ তাতে সমস্যায় পড়ছেন সব ইন্ডাস্ট্রির মানুষই।
আ’শু’তোষের আ’ত্মহ’ত্যা’র কারণ অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।
যদিও পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তিনি।




কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন আশুতোষ ৷ যেখানে
উঠে এসেছে একজন অবসাদগ্রস্ত মানুষ কেন আ’ত্মঘা’তী হন, তার কারণ।
আ’শুতো’ষের স্ত্রী ময়ূরী দেশমুখও মা’রা’ঠি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ৷ ২০১৬




সালে তাদের বিয়ে হয় ৷ বিয়ের মা’ত্র চা’র ব’ছরের মধ্যেই আ’ত্মহ’ত্যা’র চ’রম সি’দ্ধান্ত আ’শু’তো’ষের।
আ’শুতো’ষের স্ত্রী ময়ূরী দেশমুখও মা’রা’ঠি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ৷ ২০১৬
সালে তাদের বিয়ে হয় ৷ বিয়ের মা’ত্র চা’র ব’ছরের মধ্যেই আ’ত্মহ’ত্যা’র চ’রম সি’দ্ধান্ত আ’শু’তো’ষের।







