সিঙ্গাপুর থেকে অ’বৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় এক বাংলাদেশিকে আ’ট’ক করছে
দেশটির ইমিগ্রেশন পু’লিশ। উডল্যান্ডস চেকপয়েন্টের ইমিগ্রেশন কর্মক’র্তারা জানান,
এ বাংলাদেশি যুবক সাঁতার কে’টে মালয়েশিয়ার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন।




ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট কর্তৃপক্ষের (আইসিএ) ফেসবুক পেজে ১৮ আগস্ট এক পোস্টে বলা হয়েছে,
৩৫ বছর বয়সী এ যুবক অ’বৈধভাবে সিঙ্গাপুর ছাড়তে চেয়েছিলেন। তিনি স্বেচ্ছায় বিপজ্জনক নদী
সাঁতরিয়ে পার হওয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি ত’দন্তাধীন।




ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট কর্তৃপক্ষ বলেছে, সিঙ্গাপুরে অ’বৈধভাবে প্রবেশ বা প্রস্থানের বিষয়টি
গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইমিগ্রেশন আইনের (ক্যাপ ১৩৩) অধীনে অ’বৈধভাবে দেশ ছেড়ে গেলে
অথবা প্রবেশ করলে ২ হাজার ডলার জ’রিমানা কিংবা ৬ মাস কারাদ’ণ্ড বা উভয় দ’ণ্ডে দ’ণ্ডিত হতে পারে।




ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট কর্তৃপক্ষ বলেছে, সিঙ্গাপুরে অ’বৈধভাবে প্রবেশ বা প্রস্থানের বিষয়টি
গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইমিগ্রেশন আইনের (ক্যাপ ১৩৩) অধীনে অ’বৈধভাবে দেশ ছেড়ে গেলে
অথবা প্রবেশ করলে ২ হাজার ডলার জ’রিমানা কিংবা ৬ মাস কারাদ’ণ্ড বা উভয় দ’ণ্ডে দ’ণ্ডিত হতে পারে।







