বিমান বাহিনীর জন্য ফ্রান্সের থেকে আমদানি করা ডেসল্ট রাফায়েল বিমানের ঘাঁটি উ”ড়িয়ে
দেওয়ার হু”’মকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে ভারতের কাছে। শুক্রবার (২১ আগস্ট) অজ্ঞাতনামা




সূত্র থেকে আসা চিঠিতে এ হা’ম’লার হু”মকি দেওয়া হয়েছে বলে এবিপি আনন্দ’র খবরে বলা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হরিয়ানার অম্বালায় ফ্রা’ন্স থেকে আনা পাঁ’চটি রা’ফা’য়েল জ”ঙ্গি বিমান




ওই ঘাঁটিতে রাখা হয়েছে। শুক্রবার অজ্ঞাতনামা একটি সূত্র থেকে আসা এক চিঠিতে ওই বিমান ঘাঁটি
উড়িয়ে দেয়ার হু”মকি দেওয়া হয়েছে। দেশটির স্থানীয় পু’লিশ জানিয়েছে, এ ঘ’টনায় ইতিমধ্যেই
থানায় একটি মা”মলা দা’য়ের করা হয়েছে।




নি’রাপ’ত্তায় কোনো ধরণের ত্রু”টি রাখা হচ্ছে না। অবলম্বন করা হচ্ছে বিশেষ সতর্কতা।
উল্লেখ্য, দীর্ঘ প্রতিক্ষার পর গত ২৯ জুলাই ফ্রান্স থেকে পাঁ’চটি রা’ফায়েল ‘জ”ঙ্গি বিমান নিয়ে আসে
ভারতীয় বিমান বাহিনী। ফ্রান্সের সাথে এক চুক্তি অনুযায়ী ভারত ফ্রান্সের সামরিক বিমান নির্মাতা




প্রতিষ্ঠান ডেসল্ট থেকে ২৮টি এক আসন বিশিষ্ট রাফায়েল ও ৮টি দুই আসন বিশিষ্ট রা”ফায়েল ক্র’য় করবে।
যার প্রথম পাঁচটি গত ২৯ জুলাই গ্রহণ করে ভারতীয় বিমান বাহিনী। বিশিষ্ট রা”ফায়েল ক্র’য় করবে।
যার প্রথম পাঁচটি গত ২৯ জুলাই গ্রহণ করে ভারতীয় বিমান বাহিনী।







