



১৩৯ বছরের পুরোনো একটি মসজিদে ভ’য়াব’হ অ’গ্নি’কা’ণ্ডের ঘটনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকার ডারবান
শহরের এই মসজিদে আ’গুন লাগার সূত্রপাত নিশ্চিত করা যায়নি। সোমবার জোহরের নামাজের
আগমুহূর্তে ‘গ্রে স্ট্রিট’ নামে ওই মসজিদে এ ঘটনা ঘটে।




জানা গেছে, একসঙ্গে প্রায় ৭ হাজার মানুষ নামাজ আদায় করতে পারা মসজিদটিতে দুপুর ১২টার দিকে হঠাৎ
আ’গুন লাগে। এতে পুরো মসজিদ ও আশপাশের সকল ফ্ল্যাট পু’ড়ে ভ’স্মী’ভূত হয়ে যায়। দমকল বাহিনী
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও হ’তাহ’তের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।




প্রসঙ্গত, বিভিন্ন সময় অনেক বিখ্যাত লোকজন এই মসজিদ পরিদর্শন করেছেন। বর্ণবাদ-বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর
নেলসন ম্যান্ডেলা, ব্রিটিশ গায়ক ইউসুফ ইসলাম, বক্সিং সুপারস্টার মোহাম্মদ আলি এই মসজিদ ঘুরে দেখেছেন।




ফ্রান্সে বকেয়া কর পরিশোধে সম্মত ফেসবুক
কর সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ফ্রান্সকে ১২৫ মিলিয়ন ডলার বকেয়া আয়কর পরিশোধ করতে সম্মত
হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবক। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৬২ কোটি টাকার বেশি।




সোমবার (২৪ আগস্ট) একথা জানিয়েছে এই মার্কিন টেক জায়ান্ট।nফ্রান্সের কর কর্তৃপক্ষ দেশটিতে ফেসবুকের
ব্যবসায়িক কার্যক্রম নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা করার পর এই সিদ্ধান্তের কথা জানালো ফেসবুক কর্তৃপক্ষ। এতে
করে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছরের বিদ্যমান কর জটিলতা নিরসন হবে।
ফেসবুক জানিয়েছে, ফেসবুক যে দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে সে দেশের আইন কানুন মেনে চলে।
ফেসবুক সংশ্লিষ্ট দেশের আরোপযোগ্য কর শোধ ও বিরোধ নিষ্পত্তিতে আন্তরিকতার সঙ্গে কাজ করে। এরই অংশ
হিসেবে ফ্রান্সের বকেয়া কর শোধে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে এই উদ্যোগ নিয়েছি।




২০২০ সালে ফেসবুক ফ্রান্সকে ৮.৪৬ মিলিয়ন ইউরো কর পরিশোধ করতেও সম্মত হয়েছে। এই পরিমাণ ২০১৯
সালের তুলনায় ৫০ শতাংশেরও বেশি। মার্কিন এই টেক জায়ান্ট কর পরিশোধের বিস্তারিত জানায়নি। ফ্রান্সও
জানায়নি। তবে, ফ্রান্স বেশি কর দাবি করছে বলে জানা গেছে।




ফেসবুকের মতই ফ্রান্সের সঙ্গে একই ধরনের চুক্তিতে পৌঁছেছে গুগল, অ্যাপল ও অ্যামাজান। ফেসবুক ২০১৮ সাল
থেকে বিজ্ঞাপন কাঠামোতে পরিবর্তন এনেছে। ফ্রান্স থেকে যে আয় করে প্রতিষ্ঠানটি তা সেই দেশেই নিবন্ধিত।
২০১৯ সালে ফেসবুক ফ্রান্সে ৩৮ শতাংশ হারে কর দিয়েছে, যা নিবন্ধিত আয়কর হারের (৩৩.৩%) তুলনায় বেশি।
সূত্র: ডয়েচে ভেল







