



সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান সাদ আল-জাবরিকে হাতে পেতে মরিয়া হয়ে উঠেছেন সৌদি যুবরাজ।
এ কারণেই আল-জাবরির দুই ছেলের পর এবার তার জামাতাকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।বুধবার
এমনটাই দাবি করেছে তার পরিবার। এর আগে গত মার্চে সৌদি সরকার জাবরির দুই সন্তান ও ভাইকে




গ্রেফতার করা হয়। তার পরিবারের ধারণা, তাকে কানাডা থেকে দেশে ফিরতে বাধ্য করতে আত্মীয়-
স্বজনকে আটক করছে সরকার।তিন বছর আগে কানাডায় রাজনৈতিক আশ্রয়
নিয়েছেন আল-জাবরি। সম্প্রতি তাকে হত্যা চেষ্টার অভিযোগ এনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন




সালমানের বিরুদ্ধে মামলা করেন যুক্তরাষ্ট্রের আদালতে।সৌদির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের
উপদেষ্টা ছিলেন আল-জাবরি। ২০১৭ সালে নায়েফকে সরিয়ে সিংহাসন দখল করেন
সালমান। বলা হচ্ছে, জাবরির কাছে এমন কিছু সংবেদনশীল তথ্য আছে যা প্রকাশ হওয়ার আতঙ্কে




আছেন সৌদি যুবরাজ।জাবরির ছেলে খালিদ টুইটারে জানান, গত সোমবার তার বোন
জামাই সালেম আলমুজাইনিকে তলব করে রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তারা। পরে সেখানেই তাকে গ্রেফতার করা হয়।
আলমুজাইনির গ্রেফতার নিয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি সরকারের বার্তা অফিস কোনো সাড়া দেয়নি।




আরও পড়ুন=করোনাভাইরাস মহামারী সত্ত্বেও বিগত এক বছরে আগের বছরের তুলনায় সোনালী ব্যাংকের
আয় বেড়েছে। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান বৃহস্পতিবার এক সংবাদ
সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।আতাউর রহমান প্রধান গত বছর ২৭ অগাস্ট সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী




কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন। বৃহস্পতিবার তার যোগদানের এক বছর পূর্ণ হয়েছরুতার দায়িত্ব
নেওয়ার এই এক বছরে সোনালী ব্যাংকের অগ্রগতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।







