



বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনায়িকা অ’পু বিশ্বা’স দামি লেহেঙ্গা পরেছেন। শরীরে মোড়ানো বাহারি রকমের
গহনা। একেবারের কনের সাজে সেজেছেন তিনি! দেখলেই যে কেউ ভাববেন বধূ বেশে কারো অ’পেক্ষায় রয়েছেন




অ’পু বিশ্বা’স!তবে বাস্তবে কিংবা কোনো চরিত্রের জন্য নয়, অ’পুর এমন সাজের কারণ ‘ব্রাইডাল ফেস্ট ২০২০’ এর
জন্য। প্রথম সিজনের স্পন্সরড বাই মাসুদ খান মেকওভা’র অ্যান্ড হেয়ারস্টাইল ইনস্টিটিউট বাই মাসুদ খান।




শুক্রবার (২৮ আগস্ট) নগরীর ধানমণ্ডিতে এমবি অ্যাসোসিয়েটস এর আয়োজনে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ
ছিলেন অ’ভিনেত্রী অ’পু বিশ্বা’স ও তার বধূ সাজ!বধূ সাজে অংশগ্রহণ করে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অ’পু
বিশ্বা’স বলেন, ‘অসাধারণ একটি আয়োজন। এই ইভেন্টটি ব্রাইড সাজা যে একটি আর্ট সেটিকে এবং আর্টিস্টদের




উদ্বুদ্ধ করবে। এবং এতে আর্টিস্টরাও এগিয়ে আসবেন। ব্যক্তিগতভাবে এমন আয়োজনটি আমা’র কাছে দারুণ
লেগেছে।’ জানা গেছে, নিবন্ধনের মাধ্যমে অনেক প্রতিযোগীদের যাচাই বাছাইয়ের পরে ২০ জন ব্রাইড এবং ২০




জন মেকআপ আর্টিস্ট এতে নির্বাচিত হয়ে অংশগ্রহণ করেন। স্টাইলিং এবং কোরিওগ্রাফিতে ছিলেন
কোরিওগ্রাফার ও স্টাইলার রাকিব বাবু। আয়োজক পক্ষ থেকে মাসুদ খান ও বাবুল আক্তার বলেন, ‘সিজন




ওয়ানে খুব ছোট পরিসরে সুন্দর একটা আয়োজন করবার চেষ্টা করেছি আম’রা। এরপর সিজন-২-৩-৪ এভাবে
ফেস্টিভালটি চলবে। সিজন-টুতে বিশেষ আকর্ষণ থাকছে।আগামি ২৫ সেপ্টেম্বর সিজন টু’র হওয়ার ঘোষণা দেন
তারা । আগ্রহীগণ







