



নতুন প্রজন্মের মডেল ও অ’ভিনেত্রী লরেন মেন্ডেস। সদ্যই শুরু করেছিলেন শোবিজে পথচলা। দু’চোখ ভরা ছিলো
স্বপ্ন বড় অ’ভিনেত্রী হবেন। কিন্তু সেইসব স্বপ্নরা আর কোনোদিন পূর্ণতা পাবে না তার। অজানা অ’ভিমান মনে ধরে




আ’ত্মহ’ত্যা করেছেন লরেন। তার পারিবারিক সূত্রে জানা গেল, আজ রোববার (৩০ আগস্ট) সকাল আনুমানিক
সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গলায় ফাঁ’স দিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন এই তরুণী। কেন, কি কারণে আত্মঘাতী




হলেন তিনি এ বিষয়ে কিছুই জানা যায়নি এখনো। ‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের বিজ্ঞাপনে
ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন। তার পুরো নাম লরেন মেন্ডেস, ধ’র্মে খ্রিষ্টান।




ক্যারিয়ারের শুরুটা নানা পণ্যের ফটোশুট মডেল হিসেবে হলেও পরিচিতি পেয়েছেন বিজ্ঞাপন দিয়ে।
এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি। বিজ্ঞাপন ছাড়াও তাকে দেখা




গিয়েছে মিউজিক ভিডিওতে। ‘ঘোর’ শিরোনামে তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে
কাজ করেছিলেন তিনি। এছাড়াও ‘তোমা’র পিছু ছাড়বো না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে বেশ
আলোচনায় আসেন।




তাকে দেখা গিয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অম’র প্রে’ম’-এ। সর্বশেষ লরেন শুটিংয়ে অংশ নিয়েছিলেন সঞ্জয় সম’দ্দার
পরিচালিত ‘ট্রল’ নাট’কের শুটিংয়ে। গত ২৬ আগস্ট অ’পূর্ব, তাসনিয়া ফারিনদের সঙ্গে এ নাট’কের শুটিং
করেছিলেন তিনি।







