গ’ভীর রাতে পুত্রবধূর রুমে প্রবেশ করেন গৃহক’র্তা নূরুদ্দিন। কিন্তু ঢুকেই তার ঘুর হারাম হয়ে যায়। রাতের খাবার খেয়ে ঘুমাতে যাওয়া প্রবাসী ছে’লের বউ সাজেদা (২৫) ঘর থেকে উধাও! তবে রুমের মালামাল ঠিকই রয়েছে।




রোববার মানিকগঞ্জে’র সিংগাইর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের আজিমপুর মহল্লায় এ ঘ’টনা ঘ’টে। এ ঘ’টনায় সাজেদার শ্বশুর নূরুদ্দিন নি’খোঁ’জে’র অ’ভিযোগ এনে থা’নায় সাধারণ ডায়রি ক’রেছেন। সাধারণ ডায়রি থেকে জা’না যায়, নুরুদ্দিনের সৌদি আবর প্রবাসী ছে’লে আবু বক্করের স’ঙ্গে সাজেদার সাত বছর আগে বিয়ে হয়।




স্বা’মী প্রবাসে থাকলেও সাজেদা শ্বশুর বাড়িতে থাকতেন। অন্যান্য দিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে সাজেদা তার ঘরে ঘুমিয়ে প’ড়েন। রাত ২টার দিকে গৃহক’র্তা নূরুদ্দিন সাজেদার ঘরের দরজা খোলা দেখেন। ওই ঘরের সব মালামাল ঠিকঠাক থাকলেও শুধু ছে’লের বউ ঘরে নেই।




ছে’লের বউয়ের চিন্তায় তিনি তার ঘুম হারাম! বর্তমানে ছে’লের বউ সাজেদার ব্যবহৃত মোবাইল নম্বরটিও ব’ন্ধ রয়েছে বলে নূরুদ্দিন জা’নান। এ বি’ষয়ে সিংগাইর থা’নার ডিউটি অফিসার এসআই আশরাফুল আলম প্রবাসীর স্ত্রী’ নি’খোঁ’জ হওয়ার বি’ষয়ে থা’নায় সাধারণ ডায়রি করার কথা নি’শ্চিত ক’রেছেন।







