চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনির কোনো এজেন্টকেই কে’ন্দ্রে ঢু’কতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে তিনি নির্বাচন ‘ব’র্জনের ঘো’ষণা দিয়েছেন।”




আজ বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার পর তিনি নির্বাচন ব’র্জনের সিদ্ধা’ন্ত নেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। মনোয়ারা বেগম মনি বলেন, তিনি নিজে’র ভোটই দিতে পারেননি। তার এজেন্টদের মেরে ভোট কে’ন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।




তার পরিবারের সদস্যদের ওপর হা”ম’লা হয়েছে। মনোয়ারা বেগম মনি তার মতো সব বিএনপি প্রার্থীকেও নির্বাচন বর্জন আ’হ্বান জা’নান। তিনি আরও বলেন, এখনই এ নির্বাচন স্থগিত ক’রতে হবে।




কোনো এজেন্টকেই কে’ন্দ্রে ঢু’কতে না দেওয়ার প্রতিবাদে মনোয়ারা বেগম মনি লালখানবাজার রাস্তায় প্রতিবাদী অব’স্থান নেন। চট্টগ্রাম নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি বলেন, ‘২০০৫ থেকে টানা ৩ বার নির্বাচিত হয়ে আসছি।




এবারের নির্বাচনে আমা’র ৩১৪ এজেন্টের সকলকেই বের করে দিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। এই নির্বাচনকে আমি ঘৃণা করি। নি’ন্দা জা’নাই। আমি এই নির্বাচন ব’র্জ’ন করলাম।’ লালখানবাজার মনোয়ারা বেগম মনি যখন




এসব অ’ভিযো’গ করছিলেন তখন তার থেকে হাতপাঁ’চেক দূ’রেই দাঁড়িয়ে ছিলেন পু’লিশের চট্টগ্রাম রেঞ্জে’র ডিআইজি আনোয়ার হোসেন। বিপুল সংখ্যক বিজিবিও সেখানে ছিল। কিন্তু তাদের কাউকেই বিষয়টি আ’মলে নিতে দেখা যায়নি।



