গবেষণায় চু’রির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমানসহ ৩ শিক্ষককে শা’স্তি দেয়ার সিদ্ধা’ন্ত হয়েছে সিন্ডিকেট সভায়। এতে সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে পদাবনতি দিয়ে সহকারী অধ্যাপক করার সিদ্ধা’ন্ত হয়েছে।




তার সাথে একই গবেষণায় যুক্ত অপরাধবিজ্ঞানের শিক্ষক মাহফুজুল হক মা’রজানকে শিক্ষা ছুটি শেষে কাজে যোগদানের পর ২ বছর লেকচারার পদেই রাখার কথা বলা হয়েছে। পিএইচডি থিসিসে চু’রির অ’ভিযোগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুককে লেকচারার পদে নামানোসহ ডিগ্রি বা’তিলের




সিদ্ধা’ন্ত নিয়েছে সিন্ডিকেট। আরো পড়ুন: স্বাধীনতা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে: সেলিমা রহমান বরিশালে বিএনপির জাতীয় স্থা’য়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আম’রা এখনো যু’দ্ধের মধ্যে আছি। আম’রা স্বাধীন নই। স্বাধীনতা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। দুঃশাসনের মধ্যে আছি আম’রা। আমাদের মিছিল মিটিংয়ে বা’ধা আসে। তাই




ঐক্য গড়ে তুলতে হবে। বিভাগীয়, জে’লা ও উপজে’লা থেকে এই ঐক্য গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে ঐক্যব’দ্ধভাবে কাজ ক’রতে হবে।তিনি বলেন, আম’রা কাজ করি অধিকার নিয়ে, জিয়াউর রহমানের অর্জন নিয়ে। এ অর্জনকে ধ’রে রাখতে হবে বুধবার বরিশালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির বিভাগীয়




সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এসব কথা বলেন। বেলা ১১টায় নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ বিভাগীয় সভার সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাস’চিব ও বরিশাল মহানগর সভাপতি




অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য স’চিব ও চেয়ারপারসনের উপদেষ্টা মু’ক্তিযোদ্ধা আবদুস সালাম।



