বিএনপি রাজনৈতিক ক’র্মসূচির নামে দেশের বিরাজমান স্থিতিশীল প’রিস্থিতি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিন’ষ্টের ষড়যন্ত্র বলে মন্তব্য ক’রেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।




ওবায়দুল কাদের শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।দেশে এমন কোনো প’রিস্থিতি সৃষ্টি বা ইস্যু নেই যে বিএনপিকে আন্দোলন ক’রতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের




বলেন, যে কোনো শান্তিপূর্ণ ক’র্মসূচিকে আওয়ামী লীগ স্বাগত জা’নায়। কিন্তু সমাবেশের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে তা দমন করা হবে। বিএনপি দেশ ও জাতির ক’ল্যাণ ভুলে নানা অপপ্র’চার ও




ষড়যন্ত্রের পথকেই রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে, তারা একদিকে অপপ্র’চারে বিনিয়োগ করেছে অপরদিকে ধোয়া তুলসি পাতা সেজে ব্যাখ্যা দা’বি করছে বলে মনে করেন ওবায়দুল কাদের।




অনিয়মের বি’রুদ্ধে শেখ হাসিনার সরকার স্পষ্ট ও ক’ঠোর অব’স্থানকে প্রশ্নবিদ্ধ ক’রতে বিএনপি তাদের সহযোগীদের নিয়ে বিদেশের মাটিতে বসে এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করছে বলেও জা’নান ওবায়দুল কাদের।







