হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব, লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য মাওলানা মাওলানা জসিমউদদীন এর উপর দু’র্বৃত্ত’রা হা’মলা চালিয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পুরান ঢাকার




লালবাগ মাদরাসা থেকে বাসায় ফেরার পথে তিনি হা”মলার শিকার হন। জানা যায়, লালবাগ মাদরাসা থেকে বাসায় ফেরার পথে দু’র্বৃত্তরা তাকে পি’ছন দিক থেকে ছু’রিকা’ঘাত করে। এসময় তিনি মা’রা’ত্মকভা’বে আ’হত হোন। বর্তমানে




আহত অবস্থায় ঢাকা মেডিক্যালের ইমার্জেন্সি বিভাগে তাকে ভ’র্তি করা হয়েছে। কে বা কারা তার উপর এ হা’মলা করেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে পূর্ব শ’ত্রু’তার জে’র ধরে তার উপর এ হা’মলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।




হা’ম’লার পর হা”সপাতালে নেওয়ার সময়ের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভা’ইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মাওলানা জসিমউদ্দীনের পেছনে থেকে অনবরত র’ক্ত ঝ’ড়ছে। র’ক্তে তার শ’রীরের পেছনের অং’শ লা’ল হয়ে গিয়েছে।







