গাবতলী থেকে নবীনগর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক (ঢাকা-আরিচা মহাসড়ক) ১০ লেনে উন্নীত করা হবে। আর গাবতলী সেতুকে আট লেনের করা হবে, যা বাংলাদেশের প্রথম কোনো আট লেনের সেতু হবে।




আজ মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভারের আমিনবাজার এলাকায় চার লেনবিশিষ্ট সালেহপুর সেতু-২’র নি’র্মাণকাজ উদ্বোধন শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জা’নান।




ওবায়দুল কাদের বলেন, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত মহাসড়ক ১০ লেনে উন্নীত করার প’রিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এখন বিনিয়োগকারী প্রতিষ্ঠান নির্বাচনের কাজ চলমান।




এখানে আরও একটি বিষয় রয়েছে, গাবতলী সেতুটি অত্যন্ত ব্যস্ত সেতু। এই সেতুটি খুব একটা ভালো অব’স্থানে নেই। এটিকে আম’রা সাজাতে চাই। সে কারণে বাংলাদেশের প্রথম আট লেনের সেতু হতে যাচ্ছে এই গাবতলী সেতু এবং সেটাও প্রক্রিয়াধীন। আম’রা অনতিবিলম্বে কাজ শুরু করব।




ওবায়দুল কাদের আরও বলেন, নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত মহাসড়ককে জাপানের অর্থায়নে জিটুজি ভিত্তিতে চার লেনে উন্নীত করা হবে। এ লক্ষ্যে প্র’স্তুতিমূলক কার্যক্রম চলছে। এ ছাড়া, সাভার এলাকায় মহাসড়কের ওপর




যেসব বাজার রয়েছে, সেসব বাজারের যানজট নিরসনে বিশেষ ব্যব’স্থা নেওয়া হয়েছে। এটা সাভারবাসীর জন্য আনন্দের খবর। আর চার লেন, আট লেন মহাসড়ক কোনো কাজে আসবে না, যদি আম’রা সড়কের ব্যব’স্থাপনা দক্ষ’তা বাড়াতে না পারি।







