কুমিল্লা জে’লার লাকসাম উপজে’লায় গোবিন্দপুর ইউনিয়নের নারায়াণপুর গ্রামের মাহফিলে স্থা’নীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম গত ৭ ফেব্রুয়ারি রোববার নিজেই মাহফিলের মঞ্চে উঠে ওয়াজরত অব’স্থায়




মাওলানা এম হাসিবুর রহমানের মাইক কে’ড়ে নিয়ে অ”শ্লী’ল ভা’ষায় গা’লিগা’লা’জ করেন এবং নিজেকে স”ন্ত্রা’সী এবং গু’ণ্ডা’দের চেয়ারম্যান বলে দা’বি করেন। পরে চেয়ারম্যানের নেতৃত্বে একদল স”ন্ত্রা’সী বা’হিনী এসে মাওলানা




হাসিবুর রহমানের গাড়ি ভা’ঙ’চু’র’ করে। তারপর অবস্থা খারা’প হওয়ায় জীবন বাঁ’চাতে মাওলানা হাসিবুর লাকসাম থা’না পু’লিশকে খবর দেন। পরে পু’লিশ এসে হুজুর ও তার সফর স’ঙ্গীদের নি’রাপদ জায়গায় পৌঁছে দেন।




গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৪টা ৪৭ মিনিটে তার ফেসবুকের ভেরিফাইড পেজে মাওলানা হাসিবুর রহমান গাড়ি ভা’ঙচু’রে’র ছবিসহ চেয়ারম্যানের হা’ম’লা’র ঘ’টনাটি তিনি নিজ ভাষায় বর্ণনা করেন এবং পৃথকভাবে




ওই ঘ’টনার একটি প্র’ত্য’ক্ষ ভিডিও আপলোড করেন। এতে মুহূ’র্তেই তা ভা’ইরা’ল হয়ে যায়। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মাওলানা হাসিবুরের স্ট্যাটাসটিতে লাইক প’ড়ে ১২ হাজার,কমেন্ট প’ড়ে ২ হাজার এবং বিভিন্ন জন




শেয়ার করে ২ হাজার ২শটি। অপর দিকে হা”ম’লা’র ভিডিও এই রি’পো’র্ট লেখা পর্যন্ত ৪ হাজার ৫৬৩ জন দেখেন। এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান শামীম হু”ঙ্কা”র দেয়ার বিষয়টি স্বী’কার করে বলেন, ওই সময় আমি এমন




হু”ঙ্কা’র না দিলে মাহফিলে উপস্থিত প্রায় ১০/১২ হাজার লোক আমাকে ‘মে”রে’ ফেলতো। মাহফিল প’ণ্ড ক’রতে গে’লেন কেন, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান শামীম বলেন, নিয়ম অনুযায়ী মাহফিলের অনুমুতি নেয়া হয়নি। সূত্র: আমাদের কুমিল্লা।







