চতুর্থ ধাপে রবিবার রাজশাহীর চারটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জে’লার তানোর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ইমরুল হক। পরাজিত হয়েছেন বিএনপি




মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিজান। বিএনপির এই নেতা পৌরসভার বর্তমান মেয়র। তবে এই নির্বাচনে পরাজয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমা’র দল ক্ষ’মতায় নেই বলে আমি মেয়র হয়েও




পৌর এলাকায় ভাল উন্নয়ন ক’রতে পারিনি। অনেক প্রতিব’ন্ধকতা ছিল। আমা’র এটা ব্য’র্থতা। মানুষ উন্নয়নের জন্য নৌকায় ভোট দিয়েছেন।’ তিনি বলেন, ‘নির্বাচন খুব সুন্দর হয়েছে। নির্বাচন নিয়ে আমা’র কোন প্রশ্ন নেই। ভোটারেরা




শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন।’ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে নৌকার প্রার্থী ইমরুল হক ১২ হাজার ৬৩২ ভোট পেয়েছেন। আর ধানের শীষের প্রার্থী মিজান পেয়েছেন ৭ হাজার ২১৭ ভোট। বিএনপির ‘বিদ্রোহী’ অপর স্বতন্ত্র প্রার্থী আবদুল মালেক নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৫ ভোট।




দীর্ঘ ২৬ বছর আগে প্রতিষ্ঠিত এই পৌরসভায় সব সময় বিএনপির নেতারা মেয়র থেকেছেন। উন্নয়ন থেকে পিছিয়ে থাকা এই পৌরসভাটি এখন ‘খ’ শ্রেণিভুক্ত। তানোর পৌরসভায় এই প্রথম আওয়ামী লীগের কোন নেতা মেয়র




নির্বাচিত হলেন। স্থা’নীয় রাজনীতিতে তানোরের নতুন মেয়র ইমরুল হক রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরো’ধী হিসেবে পরিচিত। তবে তাকে নিয়েই এখন উন্নয়নের স্বপ্ন দেখছেন পৌরবাসী।



