কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ অ’নিয়’মের অ’ভিযো’গে নির্বাচন বর্জন করেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মীর মহি উদ্দিন। রোববার দুপুর একটার দিকে আলমডাঙ্গা উপজেলা




শহরের বাজারপাড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে অ’ভিযো’গ করে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মীর মহি উদ্দিন বলেন, সকাল থেকে প্রতিটি কেন্দ্রেই আমার




এজেন্ট ছিল। ভোটও সুষ্ঠুভাবে গ্রহণ করা হচ্ছিল। দুপুর ১২টার পর প্রতিটি কেন্দ্র থেকে আমার নির্বাচনী এজেন্টদের বের করে দেয় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকরা। আমার পরিবারের সদস্যদেরও ভোট দিতে দেয়া হয়নি। তারা জোরপূর্বক ভোটারদের ভোট নিয়ে নিচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো




কাজ হয়নি। এ কারণে আমি নির্বাচন বর্জন করছি। এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান কাদির গনু বলেন, আলমডাঙ্গায় সুষ্ঠু নির্বাচন হচ্ছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। বিএনপির প্রার্থী মিথ্যা অ’ভিযো’গ




করছেন। আসলে জনগণই তাকে বর্জন করেছে। আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানান, এজেন্ট বের করে দেয়ার বিষয়ে বিএনপির প্রার্থী মৌখিক বা লিখিতভাবে কোনো অ’ভিযো’গ করেননি। তাছাড়া নির্বাচনের পরিবেশ শান্ত রয়েছে।








বিএনপি মেয়রপ্রার্থী ভোট পাহারা দিতে নিজেই এজেন্ট!
বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী (ধানের শীষ) প্রতীকে জাহাঙ্গীর আলম রুবেলের কোন এজেন্ট না থাকায় তিনি নিজেই এজেন্ট হয়ে কেন্দ্রের ভিতরে বসে থাকতে দেখা গেছে টাঙ্গাইলের গোপালপুরে। শুধু তাই নয়, ওই কেন্দ্রে




মেয়রপ্রার্থী ছাড়া তার কোন এজেন্টও দেখা যায়নি। আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের কোনাবাড়ী বাজার এলাকার ৩নং ওয়ার্ডের গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে এমন চিত্রই




দেখা গেছে।মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম রুবেল বলেন, ‘আওয়ামীলীগ মনোনীত নৌকার সমর্থকরা কোন কোন কেন্দ্রে আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছে। তাই এজেন্ট না থাকা নিজেি ভোট পাহারা দিচ্ছি।’




তিনি আরও বলেন- ‘ধানের শীষের কোন সমর্থক বা কর্মীসহ ভোটারদেরও কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ব্যাপক অ’নিয়’ম করছেন তারা।’ সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঘুুুরে ওই কেন্দ্রসহ পৌর শহরের বিভিন্ন কেন্দ্রের চিত্র সাথে ওই মেয়রপ্রার্থী অ’ভিযো’গের সাথে সত্যতা লক্ষ্য করা গেছে। এ বিষয়ে গোপালপুর দারুল উলুম




কামিল মাদরাসা কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আজাদুর রহমান- ‘বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ধানের শীষ প্রতীকের এজেন্ট বের করে দেয়ার বিষয়ে অ’ভিযো’গ করেন। পরে তাকে কেন্দ্রে এজেন্ট দেয়ার কথা বলেছি।’ টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার (গোপালপুর) এসএইচএম কামরুল হাসান জানান-




‘বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম রুবেল তিনি এ পর্যন্ত কোন ধরণের মৌখিক অভি’যো’গ করেননি। তবে শুনেছি কোন একটি তিনি নিজেই এজেন্ট হয়ে বসে ছিলেন। তিনি আরও বলেন- নির্বাচন চলাকালীন সময় কেন্দ্রে দীর্ঘ সময় বসতে থাকতে পারেন না।’







