স’ম্প্রতি জীবনের নতুন ইনিংস শুরু ক’রেছেন আলোচিত-স’মালো’চিত জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। বিশ্ব ভালোবাসা দিবস তথা গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় স্বল্প পরিসরে বিয়ের আকদ




সম্পন্ন ক’রেছেন তিনি। এর দুইদিন পর আকদ অনুষ্ঠানের ভি’ডিও প্র’কাশ পেয়েছে, যা মুহূ’র্তেই হয়ে গেছে ভা’ইরা’ল। মঙ্গলবার নিজে’র ভেরিফায়েড ফেসবুক পেইজে বিয়ের আকদের ভি’ডিও প্র’কাশ করেন নাসির।




সেখানে একদম শুরুতেই দেখা যায় বউয়ের ঘোমটা তুলে ধ’রার পরই বি’ছানায় প’ড়ে যান তিনি। প্রায় পুরো ভি’ডিও’তেই নানাভাবে মজার এমন নানা কা’ণ্ড ঘ’টিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। বিয়ে হওয়ার পর নাসিরকে




আমা’র বিয়ে হয়ে গেছে বলতে শোনা যায়। এছাড়া শেষদিকে তার সহধ’র্মিণী তামিমা তাম্মির গাওয়া গান ভিডিওকে অন্য মাত্রা দিয়েছে। ভক্ত-সমর্থকদের মাঝে স্বল্প সময়েই দারুণ সাড়া ফে’লে ছে নাসিরের আকদের ভি’ডিও।




নাসিরের স্ত্রী তামিমা সৌদি এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে ক’র্মরত রয়েছেন। জা’না গেছে, আগে থেকেই তাম্মির স’ঙ্গে নাসিরের বিয়ে পাকাপাকি ছিল। কিন্তু তাদের বিয়েতে বা’ধা হয়ে দাঁড়ায় ক”রো’নাভা’ই’রাস। পরশুদিন স্বল্প পরিসরেই আকদ সম্পন্ন হয়।




আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) যৌথভাবে দুজনের গায়ে হলুদের আনুষ্ঠান করা হবে। আর ২০ ফেব্রুয়ারি আয়োজন হবে বিবাহোত্তর সংবর্ধনা। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক তরুণীকে নিয়ে পোস্ট দিয়েছিলেন নাসির। সেই পোস্ট ১০ মিনিটের মধ্যে মুছেও ফে’লে ন। শেষ পর্যন্ত সেই তরুণীকেই বিয়ে করলেন এই ক্রিকেটার।







