ইস’লাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয়। ইস’লাম মানব জাতিকে সঠিক পথ দেখায়। ইস’লামী বিশ্বা’স অনুসারে, আদম হতে শুরু করে আল্লাহ্ প্রেরিত সকল নবী ইস’লামের বাণীই প্র’চার করে গেছেন।




যুগে যুগে বহু মানুষ ভিন্ন ধ’র্ম থেকে ইস’লাম গ্রহন ক’রেছেন। তারই ধারাবাহিকতায় এবার ইস’লাম গ্রহণ করলেন মনিকা। জা’না যায়, ইকুয়েডরের নাগরিক মনিকার জ’ন্ম একটি ক্যাথলিক পরিবারে। যু’ক্তরাষ্ট্রের একটি কলেজে




পড়ার সময় মু’সলিম সহপাঠীদের নামাজ আদায় ক’রতে দেখে কৌতূহলী হন। এরপর দীর্ঘদিন ইস’লাম স’ম্পর্কে অধ্যয়ন করেন, মু’সলিম’দের স’ঙ্গে মেশেন, ইস’লামবিষয়ক ক’র্মশালায় অংশ নেন। অবশেষে ইস’লাম গ্রহণের সিদ্ধা’ন্ত নেন। মু’সলিম হওয়ার পর মোনা ইস’লাম নাম ধারণ করেন।








‘শেখ হাসিনার জন্যই এখন গ্রামেও অনার্স পড়া যায়’
বর্তমান সরকারের আমলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান ধারা অব্যা’হত থাকলে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ পৌঁছে যাবে উন্নয়নশীল দেশের কাতারে। নতুন খবর হচ্ছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব




উদ্দিন বলেছেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি গু’রুত্ব দিয়েছে। এজন্য ক’রো’নাকালেও যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য




গ্রামেও অনার্স কলেজ স্থাপন করা হচ্ছে। একমাত্র শেখ হাসিনার জন্যই এখন গ্রামেও অনার্স পড়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।’ সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজে’লার গাংকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অ’তিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।







