ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।তিনি




বলেছেন, ‘আমার বড় ভাই মন্ত্রী ওবায়দুল কাদের আমাকে কোনো সহযোগিতা করেননি।’আবদুল কাদের মির্জা বলেন, ‘তার স্ত্রী আমাকে ও আমার পরিবারের সদস্যদের মন্ত্রীর বাস ভবনের দোতালা থেকে বের করে দিয়েছিলেন।




এ লজ্জা রাখব কোথায়, কাকে বলব। আমার ঈর্ষণীয় জনপ্রিয়তা দেখে মন্ত্রী ওবায়দুল কাদের তা পছন্দ করছে না। আজ বুধবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় মেয়র কার্যালয়ে সংবাদ সম্মেলনে




আবদুল কাদের মির্জা এসব কথা বলেন।এ সময় তিনি বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) বার বার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা করেছেন। বিগত ৩৫-৪০ বছরে রাজনৈতিক জীবনে আমি আবদুল কাদের মির্জা




ওবায়দুল কাদেরের রাজনীতিই প্রতিষ্ঠিত করে রেখেছি। ৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমি ওবায়দুল কাদেরকে বাঁচিয়েছিলাম। সেদিন আমি না থাকলে আমার জেঠা রাজাকার এরফান মিয়া




ওবায়দুল কাদের এবং তার সাথে থাকা মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে হত্যা করা হতো। যিনি এখনও জীবন্ত সাক্ষী হিসেবে রয়েছেন।’বসুরহাট পৌরসভায় মেয়র বলেন, ‘মন্ত্রী ওবায়দুল কাদের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব




উদ্দিনের ওপর ভর করে তার নির্দেশে এখন উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত ও সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীকেও আমার কাছ থেকে সরিয়ে নিয়েছেন।উপজেলা চেয়ারম্যান শাহাব উদ্দিন এখন আমার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন। ফেনীর দণ্ডপ্রাপ্ত নিজাম হাজারী এমপি আসামি হয়ে রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সে গ্রেপ্তার হয় না। দেশে কি আইনের শাসন আছে?







