শিক্ষার্থীদের ওপর স্থা’নীয় লোকজনদের হা’মলা র প্রতিবাদ ও নি’রাপত্তার জন্য তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রছাত্রীরা। ইতিমধ্যে ফজিলাতুন্নেসা হল, আল-বেরুনি হল, শেখ হাসিনা




হল, খালেদা জিয়া হল, নওয়াব ফয়জুন্নেসা হল, জাহানারা ইমাম হল, প্রীতলতা হল ও সুফিয়া কামাল হলসহ ৮টি হলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। এদিকে, ভিসি ভবনের ফটকের সামনে অব’স্থান নিয়ে




আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। যে কোনো ধ’রনের সহিংস প’রিস্থিতি এড়াতে ভিসির বাসভবনের সামনে অব’স্থান নিয়েছে পু’লিশ। তবে এ বিষয়ে পু’লিশ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।




আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো না খোলা হলে তারা ক’ঠোর আন্দোলনের দিকে যাবেন। উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংল’গ্ন গেরুয়ায় অব’স্থানরত জাবি শিক্ষকর্থীদের




ওপর হা’মলা চালায় স্থা’নীয়রা। এক সপ্তাহ আগের ক্রিকেট খেলাকে কে’ন্দ্র করে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হা’মলা চালানো হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ’ন্তত পাঁচজন শিক্ষার্থী আ’হত হন। জা’না যায়, ক্রিকেট




টুর্নামেন্টকে কে’ন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থা’নীয়রা। রাত সাড়ে ৭টার দিকে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়, এ সময় মাইকে বলতে




শুনা যায়, এলাকায় হা’মলা হচ্ছে, আপনারা যার যা আছে তা নিয়ে নিজেদের জীবন বাঁ’চাতে বের হন। এরপরই রাস্তার লাইট ব’ন্ধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হা’মলা চালানো হয়। হা’মলা য় আ’হত পাঁচজনকে জাবি মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়।







