পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “আমি গরুর কথা বললে অনেকের শ’রীর
খা’রাপ হয়ে যায়। আম’রা গরুর দুধ, গোমূত্র খাই তাই ভাল থাকি। আম’রা গরুকে মা বলি। তার সেবা করি।
গাধারা গরুর কথা বুঝবে না!” এখানেই শেষ নয়, বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি বেসরকারি লজে
দলের ‘সাংগঠনিক’ সভায় যোগ দিতে গিয়ে পশ্চিমবঙ্গের করো’না প’রিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে দায়ী
করে বলেন, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতার অদূ’রদর্শিতার জন্য রাজ্যে করো’না সংক্র’মণ ের হার
বেড়েছে। প’রিস্থিতি নি’য়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেভাবে শি’শু থেকে বৃ’দ্ধ মা’রা যাচ্ছে তার জন্য মমতা
ও তার সরকার দায়ী। কয়েকদিন আগেই কলকাতার নিউটাউনে তার মর্নিংওয়াক ঘিরে তৃণমূলের স’ঙ্গে
ধুন্ধুমা’র কাণ্ড ঘ’টে। মর্নিং ওয়াক শেষ হওয়ার পর অনেক বিজেপি ক’র্মী রাই দেখা ক’রতে গিয়েছিলেন
দিলীপ ঘোষের স’ঙ্গে। সেখানেই মহিলাদের উদ্দেশে দিলীপ বলেন, “গোলমরিচ, তুলসীপাতা, মধু—সব
দিয়ে ভাল করে নাড়া বানান। জলে এগুলো ভাল করে ফুটিয়ে সবাইকে খাওয়ান। দেখবেন কোনও রো’গ
ধ’রবে না। তিনি আরও বলেন, “আমি মর্নিং ওয়াকে বেরোলে সাংবাদিকরাও থাকেন। আমি তাঁদের কাঁচা
হলুদ, কাঁচা আদা দিই। অনেকে খেতে চান না। পালিয়ে যান। তাঁকে বলি, না খেলে বাইট দেব না। শেষে
খেয়ে নেন। এ ভাবেই খাওয়াতে হবে। রো’গ রুখতে এ ছাড়া কোনও রাস্তা নেই।” তৃণমূলের নেতারা
বলছেন, দিলীপবাবুর কথা শুনে মনে হচ্ছে, মধ্যপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যগু’লিতে যেন করো’না
সংক্র’মণ হয়নি। দেশে সংক্র’মণ বেড়েছে কে’ন্দ্রীয় সরকারের খামখেয়ালি সিদ্ধা’ন্তের জন্যই এ কথা
এখন আর অজা’না নয়। সিদ্ধা’ন্তের জন্যই এ কথা এখন আর অজা’না নয়।