বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে অভিনন্দন বার্তা দিয়েছেন মা’র্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পা’ঠানো বার্তায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশের
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জা’নাচ্ছি। বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির ভুয়সী প্রশংসা
করেন মা’র্কিন প্রেসিডেন্ট। ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়া বাংলাদেশের
মানবাধিকারের এক অনন্য দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন বাইডেন। রোহিঙ্গা সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের পাশে থাকবে বলেও জা’নান তিনি। এছাড়া, জলবায়ু সংক’ট নিরসনে কাজ ক’রতে
বাংলাদেশর প্র’তিশ্রুতির প্রশংসা করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের স’ঙ্গে ব’ন্ধুত্বকে যুক্তরাষ্ট্র গু’রুত্ব পূর্ণ
বিবেচনা করে বলেও উল্লেখ করা হয় চিঠিতে। আরো পড়ুন: মহান স্বাধীনতা দিবসে গুগলের
বিশেষ ডুডল:শুক্রবার (২৬ মা’র্চ) বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে
বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। শুক্রবার (২৬ মা’র্চ) রাত ১২টার পর থেকেই
এই ডুডলটি দেখা যাচ্ছে গুগলের হোম পেজে। লাল-সবুজ
রঙ ব্যবহার করে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে ডুডলটি। এতে দেখা যাচ্ছে, লাল সবুজে’র ভি’তরে
লেখা গুগল। তার ওপরে লাল-সবুজ অর্ধ-বৃত্তাকারের মধ্যে নীল আকাশের ক্যানভাসে উড়ছে বাংলাদেশের
পতাকা। ডুডলে ক্লি’ক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ-স’স্পর্কিত ওয়েবসাইটগুলো
দেখাচ্ছে গুগল। বিভিন্ন ব্য’ক্তিকে স্মরণ ও বিভিন্ন জাতির বিশেষ দিন উপলক্ষে ডুডল প্র’কাশ করে গুগল।
তারই ধারাবাহিকতায় এই ডুডল প্র’কাশ করেছে এই সার্চ জায়ান্ট।