হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক বলেছেন, যত বাড়াবাড়ি করা হোক না
কেন, মৃ’’ত্যুর পরে আরবি ভাষা ছাড়া অন্য কোনও ভাষার দাম নেই। পরকালের কথা
সবাইকে একটু চিন্তা করা উ’চিত। গতকাল সোমবার (২৯ মা’র্চ) ইউটিউবে দেওয়া এক
ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক এ কথা বলেন।
মামুনুল হক বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত ক’রতে ইংরেজি ভাষার প্রয়োজন
থাকলে, তার দশগুণ বেশি দরকার আরবি ভাষার। এটি আমাদের চাকরির জন্য দরকার
নয়, রাষ্ট্রীয় শিক্ষা ব্যব’স্থার উন্নতির জন্য প্রয়োজন। মামুনুল হক আরও বলেন, সব স্কুল
-কলেজে বিজ্ঞান পড়ানোর পাশাপাশি শু’দ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখাতে হবে।
ইংরেজির চেয়ে আরবি ভাষাকে বেশি গু’রু’ত্ব দিতে হবে।