Breaking News

ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আ’ক্রা’ন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট

ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পরও করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ

আলভি। তিনি এক টুইট বার্তায় জানান, আমার কো’ভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। গতকাল

 

সোমবার (২৯ মার্চ) তার দেহে মহা’মা’রি এই ভাই’রা’সটি সং’ক্র’মণ বেঁধেছে। এ বিষয়টি ডা. আরিফ

আলভি নিজেই নিশ্চিত করেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘সম্প্রতি আমি করোনা

 

টিকার প্রথম ডোজ নিয়েছি। দ্বিতীয় ডোজ নেওয়ার পর দেহে অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয়, যেটা

আগামী এক সপ্তাহের মধ্যে আমার নেওয়ার কথা ছিল।’ জানা গেছে, কয়েকদিন আগেই ডা. আরিফ

 

আলভি কো’ভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ এ সপ্তাহের মধ্যে নেয়ার কথা

ছিল। তার সহধর্মীনি শামিমা আলভি জানান, প্রেসিডেন্টের মৃদু উপসর্গ দেখা গেছে। এখন পর্যন্ত তার

 

শরীর ও মনের অবস্থা ভালো। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাট্টাকও করোনায় আ’ক্রা’ন্ত হয়েছে

জানিয়েছেন সিন্ধ প্রদেশের গভর্নর ইমরান ইসমাইলি। যিনি নিজেও গত বছর ভা’ইরা’সটিতে আ’ক্রা’ন্ত

হয়েছিলেন। ইসমাইলি প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এদিকে, টিকা

 

নেওয়ার দুইদিন পর এর আগে ভাই’রা’সটিতে আ’ক্রা’ন্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান

করোনায় আ’ক্রা’ন্ত হওয়ার এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে প্রেসিডেন্টও আ’ক্রা’ন্ত হলেন। এদিকে

 

দেশটিতে করোনার সং’ক্র’মণ এখন ঊর্ধ্বমুখী। উল্লেখ্য, টিকা নেওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পারভেজ খাট্টকও করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন। এর আগে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান

ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার দুই দিন পর করোনা পজিটিভ হন।

 

 

Check Also

কোরআনের ২৬টি আয়াত নিষিদ্ধের আবেদন খারিজ, উল্টো গুনতে হলো জ’রিমানা

পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাদ দেওয়ার জন্য উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যানের করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *