চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে আ’টক করেছে পুলিশ। এ সময় তাঁর
ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মারুফ, স্থানীয় বিএনপি নেতা মো. আলীকে আট’ক করে পুলিশ।
সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ের ট্রিটমেন্ট হাসপাতাল
থেকে আট’ক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক
মো. ইদ্রিস তিনি বলেন, ‘পাঁচলাইশের ট্রিটমেন্ট হাসপাতাল থেকে নগর বিএনপির আহ্বায়ক ডা.
শাহাদাত হোসেন, তার ব্যক্তিগত সহকারী মো. মারুফ ও পাঁচলাইশ থানা বিএনপির সহ-সভাপতি
মোহাম্মদ আলীকে পুলিশ আ’টক করে কোতোয়ালী থানায় নিয়ে গেছে।’ এর আগে বিকেল সাড়ে
তিনটার দিকে চট্টগ্রামের কাজীর দেউড়িতে সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সং’ঘ’র্ষে
জড়িয়েছে বিএনপি। এতে বিএনপি কর্মী ও পুলিশ সদস্যসহ আনুমানিক ১৪ জন আ’হ’ত হয়েছেন।
এঘটনায় নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সাঁড়াশি অ’ভি’যান চালিয়ে নগর মহিলা দলের সভানেত্রী
বেগম মণিসহ ১৫ নেতাকর্মীকে আ’টক করেছে পুলিশ। এ বিষয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক
সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন ‘শান্তিপূর্ণভাবে আমরা মি’ছিল করছিলাম। কিন্তু আমাদের
নেতাকর্মীদের উপর পুলিশ অতর্কিতভাবে হা’ম’লা চালায় ও লা’ঠিচা’র্জ করে।’ চট্টগ্রাম মেট্রোপলিটন
পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, ‘পুলিশ দেখে তাঁরা হঠাৎ হা’ম’লা চালায়।
এতে ৫-৬ জন পুলিশ সদস্য আ’হ’ত হন। তাঁরা বো’মাবা’জিও করেছে। গাড়িতেও আ’গু’ন দিয়েছে।
ঘটনার পর বিএনপির দলীয় কার্যালয়ে অ’ভি’যান চালিয়ে ১৫ জনকে আ’ট’ক করা হয়েছে। অ’ভিযা’ন
অব্যাহত আছে। আট’কের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ
মোহাম্মদ তানভীর বলেন, ‘সন্ধ্যায় পুলিশ ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাত ও তার পিএ
মারুফসহ তিনজনকে আ’টক করা হয়েছে।’