গত ২৬ ও ২৭ মা’র্চ বাংলাদেশ সফর ক’রেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদশের স্বাধীনতার
সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গব’ন্ধু শেখ মুজিবুর রহমানের জ’ন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ
দিতেই বাংলাদেশ সফর করেন তিনি। তবে ভারতের প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে ঘোরতর আপত্তি
তুলেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল ‘তৃণমূল কংগ্রেস’। খবর আনন্দবাজারের। এরই মধ্যে
বিধিভ’ঙ্গের অভিযোগ এনে নরেন্দ্র মোদির বি’রুদ্ধে নির্বাচন কমি’শনে গেল তৃণমূল। তাদের
অভিযোগ, বিদেশের মাটি থেকে বাংলার ভোটকে প্র’ভাবিত করার চেষ্টা করছেন মোদি। তাদের
দা’বি, কমি’শন মোদির গতিবিধি নিয়ন্ত্রণ করুক। তাকে এমন ‘শা’স্তি’ দিক, যাতে ভবিষ্যতে এমন
আচরণ করার সাহস না পান মোদি। তৃণমূলের মতে, দেশের আর কোনও প্রধানমন্ত্রীকে এর আগে
এমন বেপরোয়াভাবে অনৈতিক এবং অগণতান্ত্রিক কাজে লিপ্ত হতে দেখা যায়নি। তৃণমূলের পক্ষ
কমি’শনকে ওই চিঠি লি’খেছেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। চিঠিতে তৃণমূলের
অভিযোগ, ওই সফরে বিদেশের মাটি থেকে বাংলার ভোটে দলের প্র’চার ক’রেছেন প্রধানমন্ত্রী। একটি
রাষ্ট্রের প্রধান হিসাবে যে সমস্ত সুযোগ সুবিধা মোদী পেয়ে থাকেন, তার অপব্যবহার করে বিদেশ থেকে
পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া ও ভোটারদের প্র’ভাবিত ক’রেছেন তিনি। সেখান থেকেই পরোক্ষে দলের
প্র’চারও ক’রেছেন। যা নির্বাচনী বিধিভ’ঙ্গেরই সামিল। চিঠিতে কমি’শনকে তৃণমূল জা’নিয়েছে, মোদির
২৬ মা’র্চের সভা নিয়ে কোনও আপত্তি নেই তাদের। কিন্তু তার ২৭ মা’র্চের সভা নিয়ে ঘোরতর আপত্তি
। চিঠিতে তারা লিখেছে, ‘২৭ মা’র্চের সফরের স’ঙ্গে বাংলাদশের স্বাধীনতা যু’দ্ধ বা বঙ্গব’ন্ধুর
জ’ন্মশতবার্ষিকীর কোনও স’স্পর্ক ছিল না। মোদির একমাত্র উদ্দেশ্য ছিল মতুয়াদের তীর্থস্থান দ’র্শনের,
পশ্চিমবঙ্গের ভোট এবং এক বিশেষ সম্প্রদা’য়ের ভোটারদের ওপর প্র’ভাব বি’স্তার করা। ’ পশ্চিমবঙ্গের
ভোটে ৮টি বিধানসভা কে’ন্দ্রে অ’ন্তত ১৭ লাখ মতুয়া সম্প্রদা’য়ের ভোটার রয়েছেন। তৃণমূলের অভিযোগ
, এই ভোট ব্যাংককে প্র’ভাবিত ক’রতেই তার সরকারি বাংলাদেশ সফরকে কাজে লা’গিয়েছেন নরেন্দ্র
মোদি।