মা’র্কিন প্রতিরক্ষা ম’ন্ত্রণা’লয়, পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, যত দ্রুত সম্ভব প’রমা’ণু ইস্যুতে ইরানের
সাথে একটি সমঝোতায় পৌঁছাতে হবে। এ নিয়ে সময় ন’ষ্ট করার সু’যোগ নেই। মার্কিন প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরো বলেন, ‘প’রমাণু সমঝোতাকে কার্যকর করতে না পারার অর্থ হবে ইরানের
পক্ষ থেকে প’রমা’ণু অ’স্ত্রের কাছাকাছি পৌঁছে যাওয়া অথবা যু’দ্ধ লেগে যাওয়া।মঙ্গলবার এক প্রতিবেদনে
বলা হয়, পেন্টাগন মনে করে, এমন ভয়াবহ পরিস্থিতির হাত থেকে রক্ষা পেতে হলে অবিলম্বে এটি
কার্যকর করতে ইরানের সাথে সমঝোতায় পৌঁছাতে হবে। শুক্রবার যু’ক্তরা’ষ্ট্র ছাড়া প’রমা’ণু সমঝোতায়
স্বাক্ষরকারী বাকি দেশগুলো এক ভার্চুয়াল বৈঠক করে। ওই বৈঠকে সি’দ্ধা’ন্ত হয় আজ মঙ্গলবার বিকেলে
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো সশরীরে আবারো আলোচনায় বসবে।
শুক্রবারের ভার্চুয়াল বৈঠকের পর এ খবর প্রচার হয় যে যুক্তরাষ্ট্রও ভিয়েনা বৈঠকে অংশ নেবে। সোমবার
পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, ইরান-বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি ভিয়েনা
বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তবে মার্কিন প্রতিনিধিদের সাথে ভিয়েনায় দ্বিপক্ষীয় কোনো
সাক্ষাৎ হবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। সাক্ষাৎ হবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। সূত্র : পার্সটুডে